উত্তর কোরিয়া অকস্মাত্ই দ্বীপ রাষ্ট্রটিতে সফরে যাওয়ার জন্যে জাতিসংঘ মহাসচীবকে উদ্দেশ করে তাদের আমন্ত্রণ বাতিল করেছে। বর্তমানে দক্ষিন কোরিয়ায় পাঁচদিনের সফরে সেখানে অবস্থানরত মি:বান বুধবার বলেছেন-শেষ মুহুর্তের এই রদবদলের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি এবং এ বার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক চ্যানেলে।
জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার কায়সং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছিলেন।এটা অবস্থিত উত্তর ও দক্ষিন কোরিয়ার ঠিক মাঝখানে-সৈন্যমুক্ত এলাকার ঠিক উত্তর কোনায়। যৌথভাবে পরিচালিত কারখানাটিতে মি:বানের ঐ পরিকল্পিত সফর দু’দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো উত্তর কোরিয় ভূখন্ডে জাতিসংঘ মহাসচিবের পদার্পনের সূচনা করতো।