আন্তর্জাতিক সমাজ বিশ্বব্যাপী শরণার্থী এবং অভিবাসন সংকট মোকাবেলা আরও উন্নততর করার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার নিউ ইয়র্কে জাতি সংঘে এক উচ্চ পর্যায়ের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের অধিকার সংরক্ষণের বিষয়ে একমত হয়েছেন।
তারা বিশ্বব্যাপী বিপুল সংখ্যক শরণার্থীদের স্থানান্তরণের বিষয়ে দায়িত্ব একে অপরের সংগে ভাগাভাগি করবেন। পৃথিবীময় ৬কোটি ৫০ লক্ষ মানুষ সংঘাত বা নির্যাতন অথবা চরম দারিদ্র বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
ওদিকে, সিরিয়ার সামরিক কমান্ড ঘোষণা করেছে
যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত অস্ত্র বিরতি যুক্তি শেষ হয়ে গিয়েছে। তারা ঐ চুক্তি অকার্যকর হওয়ার জন্য বিদ্রোহী-দলগুলোকে দায়ী করেছে।
জাতিসংঘের জরুরী ত্রাণ সমন্বয়কারী সোমবার জানিয়েছেন, আলেপ্পোতে অন্তত ২লক্ষ ৭৫ হাজার মানুষের যে খাদ্য , পানি এবং চিকিৎসা সামগ্রীর প্রয়োজন সেই ত্রাণ বোঝাই গাড়ী বহরগুলোকে সেখানে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত এবং হতাশ হয়েছেন।
আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে অস্ত্র বিরতি চুক্তি হয় তার প্রধান একটি দিক ছিল আল্লেপোতে মানবিক সাহায্য সামগ্রী পৌঁছানো।