বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটির রাখাইন রাজ্যে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে বসবাস নিশ্চিতকরণে যথাযথ পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামোগতসহ সামগ্রিক উন্নয়নের জন্য ২০১৮-এর ৬ জুন জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর এবং ইউএনডিপি'র সাথে মিয়ামনারের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল-তার মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
এ লক্ষ্যে পুনরায় একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যদিও জাতিসংঘ বলছে, সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও গত এক বছরে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি হয়নি। বর্তমানেও রাখাইনে সেনা অভিযানে সাধারণ মানুষ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রেডক্রিসেন্টসহ ২০টি স্বেচ্ছাসেবী ও মানবিক সহায়তাকারী সংস্থা সপ্তাহকাল জুড়ে রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ পর্যন্ত ১৩ দশমিক ৬ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে। আরো অর্থ সংগৃহীত হবে বলে উদ্যোক্তারা ধারণা করছেন।