অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের এখন মিয়ানমারে ফেরত পাঠানো নিরাপদ নয়: ইউএনএইচসিআর


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোকে এই মুহূর্তে যথাযথ সময় নয় এবং নিরাপদও নয় বলে মন্তব্য করেছে।

ঢাকায় বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার কেলি ক্লেমেন্টস ওই মন্তব্য করেন।

তিনি বললেন, রোহিঙ্গারা এখনো বাংলাদেশে অনুপ্রবেশ করছে। যারা আসছেন তারা হত্যা, নির্যাতন-নিপীড়নের ঘটনার স্বাক্ষী। তারা মানসিকভাবে বিপর্যস্ত। যারা আসছেন তাদের ফিরে যাবারও যথাযথ ব্যবস্থা নেই। ওই সমাজে যে গভীর বিভাজন-তা এখনো নিরসন হয়নি। মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর রাখাইন এলাকায় এখনো প্রবেশাধিকার নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে ও বিদ্যমান সমস্যার সমাধান ছাড়া রোহিঙ্গাদের পাঠিয়ে দেয়া নিরাপদ ও যথাযথ নয় বলে ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার অভিমত ব্যক্ত করেন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG