অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনে ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন- জাতিসংঘ


জাতিসংঘ মনে করে, তিন লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনে এই মুহুর্তে ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন। শনিবার জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, সীমান্ত পেরিয়ে যারা এসেছে তাদের সংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয় শিবির ও বসতিগুলোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় জনগোষ্ঠী নতুন আসা বিপুলসংখ্যক মানুষের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেছেন, প্রাণের ভয়ে ওরা ঘরবাড়ি, সহায়-সম্বল ফেলে দেশ ছেড়েছে।

অবস্থা দেখে মনে হচ্ছে সহসাই এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাই তাদের পাশে থাকতে হবে। এ জন্য পর্যাপ্ত অর্থ থাকা দরকার। নতুন আসা মানুষের জন্য জরুরি ভিত্তিতে ৬০ হাজার ঘর নির্মাণ করা প্রয়োজন। এর পাশাপাশি প্রয়োজন খাদ্য, সুপেয় পানি ও মানবিক স্বাস্থ্য সেবা। উল্লেখ্য যে, জরুরি ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘ ইতিমধ্যেই ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

XS
SM
MD
LG