অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য ৬০০ কোটি ডলারের বাজেটে সহমত


নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে মঙ্গলবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আগামি বছরের বাজেটে  এই বিশ্ব সংস্থার ১২ টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলারের বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে।  কুটনীতিকরা বলছেন ‘এর ফলে এই কর্মসূচি বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ শে জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে।

নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে মঙ্গলবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আগামি বছরের বাজেটে এই বিশ্ব সংস্থার ১২ টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলারের বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে। কুটনীতিকরা বলছেন ‘এর ফলে এই কর্মসূচি বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ শে জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোকে – যাদের বেশির ভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে রয়েছে –এর আগেই পরামর্শ দিয়েছিলেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখতে যদি না ৩০ শে জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত হতো। কোন কোন কুটনীতিক বলছেন যে আলোচনার প্রক্রিয়ায় পরিবর্তন, পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমি দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হবার আশংকা বাড়িয়ে তুলেছিল। বিশ্বে শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সব চেয়ে বেশি,মোট বাজেটের প্রায় ২৮% , এর পরই হচ্ছে চীনের স্থান , ১৫.২% এবং জাপানের অনুদান ৮.৫% ।

XS
SM
MD
LG