অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মানবাধিকার রেকর্ডের মূল্যায়ন করবে জাতিসংঘ


U.S. Secretary of State John Kerry waits for his turn to deliver remarks to the United Nations Human Rights Council March 2, 2015, in Geneva.
U.S. Secretary of State John Kerry waits for his turn to deliver remarks to the United Nations Human Rights Council March 2, 2015, in Geneva.

যে দেশ নিজেদের মানবাধিকারের জোরালো প্রবক্তা বলে মনে করে, সোমবার জাতিসংঘ তাদের রেকর্ড মূল্যায়ন করবে।

জাতিসংঘের ১৯৩ টি দেশের প্রতিটি সদস্যের চার বছর অন্তর একবার Universal Periodic Review শীর্ষক মুল্যায়ন করা হয়। সোমবার যুক্তরাষ্ট্রের তা করা হবে।

জিনিভায় যুক্তরাষ্ট্র সম্ভবত কঠিন মূলায়নের সম্মুখীন হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে নিরস্ত্র আফ্রিকান আমেরিকন পুরুষরা পুলিশের হাতে নিহত হয় সে বিষয়েও তাদের প্রশ্ন করা হবে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য বিষয়ের মধ্যে হয়ত থাকবে শিশু সহ অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে কারাবন্দী হওয়া এবং যুক্তরাষ্ট্রের কারা্গারগুলোর অবস্থা।

XS
SM
MD
LG