অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষন দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতিসংঘ সাধারণ পরিষদের একাত্তরতম অধিবেশনের দ্বিতীয় দিন আজ বুধবার।আজ ওখানে ভাষন দিচ্ছেন চীন- জাপান-য়ুক্রেইন-য়ুরোপিয় য়ুনিয়ন- আফগানিস্তান – পাকিস্তান এবং বাংলাদেশের নেতৃবৃন্দ। এবার এই সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষন দেবেন মোট ৪২ দেশের নেতৃবৃন্দ।

ভাষন দেবেন মিয়াম্মারের অন সান সূ চী- ভাষন দেবেন যিম্বাবওয়ের রবার্ট মুগাবে।জাতিসংঘ মহাসচীব বান কি মূন আজকের দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস রুপে উল্লেখ করেছেন- বিশ্বের বিভিন্ন প্রান্তের যুযুধান পক্ষগুলোর প্রতি ২৪ ঘন্টার অস্ত্র বিরতি পালনের আহ্বান জানিয়েছেন।

আজকের বক্তাদের অনেকেরই ভাষনে সিরিয়া এবং শরনার্থী সমস্যা বিশেষ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা যেমন বলেছেন-সিরিয়ায় চূড়ান্ত বিজয় আসবে সামরিক বাহিনীর কাঁধে ভর করে নয়-এ বিজয় আসতে হবে কূটনৈতিক ফয়সলার মধ্যে দিয়ে।

XS
SM
MD
LG