অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রশংসনীয় উদ্যোগ 


ব্রাজিল বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে ইতিমধ্যেই সরকারি
অবহেলায় ৮৩,০০০ লোকের মৃত্যু হয়েছে I সেই ব্রাজিলেই আশ্রয় নিয়েছেন ভেনেজুয়েলাসহ বহু ল্যাটিন আমেরিকার শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীরা I এদের সহযোগিতায় এগিয়ে আসে জাতিসংঘ শরণার্থী সংস্থা I ভেনেজুয়েলা সরকারের নিপীড়ন থেকে বাঁচতে ৩,৪৫,০০০ শরণার্থী এখন ব্রাজিলের বিভিন্ন শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন I এসব শরণার্থীরা ব্রাজিলকেই নিরাপদ আশ্রয়-স্থল বলে এতকাল ভাবতেন I তবে করোনা মহামারীতে এতো লোকের মৃত্যুতে এখন ব্রাজিলকে তারা আর নিরাপদ ভাবছেন না I
ঝুঁকিপূর্ণ শরণার্থীদের এই সংকট মোচনে, ব্রাজিলে জাতিসংঘ শরণার্থী সংস্থার এই মহৎ উদ্যোগ, প্রশংসার দাবীদার I

XS
SM
MD
LG