অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত


পাকিস্তানে পুলিশ জানিয়েছে যে অজ্ঞাত বন্দুকধারীরা আজ সে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত ১০ জন নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে । এই ঘটনায় অনেকেই আহত হয়েছে।

ঘটনার শিকার শ্রমিকরা বন্দর নগরী গোয়াদরে একটি রাস্তা নির্মাণ করছিল যখন মোটর সাইকেল আরোহীরা গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে এই সহিংসতার দায় কেউ স্বীকার করেনি।

এই আক্রমণের ঠিক একদিন আগেই ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমাবাজ বালুচিস্তান প্রদেশে ২৫ জনকে হত্যা করেছে এবং এতে আরো ৪০ জন আহত হয়েছে। মাসতুং শহরের এ হামলার লক্ষ্য ছিলেন পাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সেনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারি ।

ইসলামিক স্টেট তাদের আন্তর্জাতিক মিডিয়া , আমাক নিউজ এজেন্সিতে, এই আক্রমণের দায় স্বীকার করেছে। সেনেটর সামান্য আগাত পেয়েছেন তবে নিহতদের মধ্যে রয়েছেন , তাঁর গাড়ি চালক এবং তাঁর সঙ্গে থাকা সেনেটের ডিরেক্টার অফ স্টাফ।

XS
SM
MD
LG