অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ইউপি নির্বাচনে সহিংসতায় ৯ জন নিহত


বাংলাদেশের তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের পঞ্চম ধাপে শনিবার ৭১৯ টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে সহিংসতায় একজন চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৯ জন নিহত এবং কয়েকশত লক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নির্বাচনী এলাকাগুলো থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানে ব্যাপক সহিংসতা, ভোট কারচুপি, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই, বোমা ও ককটেল বিস্ফোরণ, প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় এবং বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে পঞ্চম দফা ইউপি নির্বাচন শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে এনিয়ে পাচদফা নির্বাচনে অন্তত ১১০ জন নিহত এবং ৫ হাজার জন আহত হয়েছেন যা ইউপি নির্বাচনের ১৫০ বছরের ইতিহাসের নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এর আগে ১৯৮৮ সালে ইউপি নির্বাচনে সহিংসতায় ৮১ জন নিহত হয়েছিলেন যা এতদিন সরবচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হত।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG