অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে নিয়ম ভঙ্গ করে মাস্ক ছাড়াই মসজিদে নামাজ আদায়


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুসল্লিদের দেখা গেছে যে, তারা সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পরেই মসজিদে প্রবেশ করছেন। ইরানে কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরে, যেখানে এখনো মনে করা হচ্ছে, করোনাভাইরাস রয়েছে, সেখানকার মসজিদগুলো আবার খুলে দিয়েছে। দক্ষিণের কারমান প্রদেশে ইরানি নেটওয়ার্ক IRIB এর সম্পৃক্ত একটি সম্প্রচার চ্যানেলের টেলিভিশন প্রতিবেদনে দেখা গেছে ঐ প্রদেশের তিনটি শহর- রুদবার, খানুজ এবং মানুজানের মসজিদে নারী-পুরুষরা মাস্ক ছাড়াই নামাজ পড়ছে। কেবলমাত্র সেখানকার রিগান এলাকার মসজিদে দেখা গেছে মুসল্লিরা মাস্ক পরে, শারিরীক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ মান্য করেই তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে নামাজ পড়ছে। অনেক মুসলমান ইসলামি রেওয়াজ অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে দাঁড়ান।

গত রোববার এক ঘোষণায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের ১৩২ টি অঞ্চলে মসজিদগুলো আবার খুলে দেয়ার ঘোষণা দেন, যে অঞ্চলগুলোকে তাঁরা সাদা এলাকা বলে ঘোষণা করেছেন। কর্মকর্তারা বলছেন, সেখানে করোনাভাইরাসের হুমকি খুব সামান্যই। তবে ঐ সিদ্ধান্তে মাস্ক পরা এবং শারিরীক দূরত্ব বজায় রাখার শর্ত দেয়া হয়েছিল যা অনেকেই মানছেন না। রুহানি মধ্য এপ্রিল থেকেই ইরানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন যখন তিনি নতুন স্বাস্থ্য বিধি মেনে চলে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ এবং ইরানের স্বাস্থ্য বিভাগ বলছে যে বিপদ এখনো কেটে যায়নি।

XS
SM
MD
LG