অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের শেষ শক্ত ঘাঁটিগুলো দখলে নেবার পদক্ষেপের বিষয়ে একমত ৩০ টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী


৩০ টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা, ইসলামিক স্টেটের শেষ শক্ত ঘাঁটিগুলো দখলে নেবার জন্য, পরবর্তী কি পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে একমত হয়েছেন।

ওয়াশিংটন বাইরে জয়েন্ট বেজ অ্যাণ্ড্রুজ-এ ‘ইসলামিক ষ্টেট বিরুদ্ধ’ বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেন, জোটের পরবর্তী পদক্ষেপ হবে ইরাকে সন্ত্রাসী গ্রুপটির প্রধান ঘাঁটি মসুল এবং স্বঘোষিত রাজধানী রাকার নিয়ন্ত্রণ চূড়ান্ত ভাবে ছিনিয়ে নেয়া।

কর্মকর্তারা বলেছেন ইরাক ও সিরিয়ায় অভিযান ত্বরান্বিত করার লক্ষ্যে বুধবারের বৈঠকে কার্টার, কিছু কলাকৌশল নির্ধারণ করেন। ইরাকীরা মসুল পুনরদখলের প্রস্তুতি নিচ্ছেন।

XS
SM
MD
LG