অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শান্তি বিষয়ক আমেরিকার প্রধান আলোচকের পাকিস্তান সফর


আফগান শান্তি বিষয়ক আমেরিকার প্রধান আলোচক জালময় খলিলজাদ কাতারে অনুষ্ঠিত তালিবানের সংগে শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করার একদিন পর শুক্রবার পাকিস্তান সফর করেছেন। এই সপ্তাহে, আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রেক্ষিতে সাময়িক ভাবে তালেবানের সংগে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে।

পাকিস্তান এক বিবৃতিতে বলেছে, কাতারের রাজধানী দোহায় খলিলজাদ ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশীর সাথে সাক্ষাত করেছেন এবং তাকে যুক্তরাষ্ট্র-তালেবান বিষয়ক আলোচনার অবহিত করেছেন।

কুরাইশীর উদ্ধৃতি দিয়ে ঐ বিবৃতিতে বলা হয়েছে যে “আমরা আশা করি যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনা খুব শীঘ্রই আবার শুরু হবে, আপাতদৃষ্টিতে এই আলোচনা ব্যাহত হয়েছে মনে হলেও তা পুনরায় সম্প্রতি শুরু হয়।"

পররাষ্ট্রমন্ত্রী কুরাইশী আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান "তাদের সহযোগিতার" ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এবং প্রতিবেশী ঐদেশটির সংঘাত নিরসনে সামরিক সমাধান কার্যকর নয় বলে আবারও জোর দিয়েছে।


XS
SM
MD
LG