অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর ইউক্রেন সফর



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী শনিবার ইউক্রেনের সরকার বিরোধী নেতাদের সংগে সাক্ষাত করবেন। সেখানে নভেম্বর মাস থেকে সরকার বিরোধী আন্দোলন চলছে।

কেরী এখন জার্মানী সফর করছেন। তিনি বিরোধী রাজনৈতিক নেতা আরসেনী ইয়াটসেনুক এবং সাবেক মুষ্টিযোদ্ধা চ্যাম্পিয়ান, সক্রিয় কর্মী ভিটালী কীসকো’র সংগে বৈঠক করবেন।

ওদিকে ইউক্রেইনের বিরোধী সক্রিয় কর্মী ডিমিট্রি বুলাটোভ বৃহস্পতিবার কিয়েভের অদূরে ক্ষত বিক্ষত অবস্থায় জন সমুক্ষে উপস্থিত হওয়ার পর প্রতিবাদকারীরা ক্ষোভ প্রকাশ করে। বুলাটোভ ২২শে জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন।

তিনি বলেন, অজানা কিছু লোক তাকে অপহরণ করে এবং কয়েকদিন আটক রাখার পর তাকে বনাঞ্চলে ফেলে রেখে যায়। তিনি সেখান থেকে কাছাকাছি একটি গ্রামে পৌঁছান।
XS
SM
MD
LG