অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে পুনরায় শান্তি আলোচনার প্রচেষ্টায় মস্কো


আফগানিস্তানে চলতে থাকা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র এবং তালিবান বিদ্রোহীদের মধ্যকার থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু উদ্দেশ্যে রাশিয়া এবং চীন পুনরায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আফগানিস্তানে শুক্রবার লড়াই-এ আরও মানুষের প্রাণনাশ ঘটে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর কয়েকটি তালিবান আক্রমণে আমেরিকান সেনাসহ আরও অনেকে প্রাণ হারানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প তালিবানের সংগে বছর ধরে চলতে থাকা আলোচনা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হটাত করেই বন্ধ করে দেন।

ইসলামাবাদের সরকারী সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার মস্কোর উদ্যোগে চীন এবং পাকিস্তানের প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক জাল্মে খালিলজাদ আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসবেন।

XS
SM
MD
LG