অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প গুয়াইদোর সমর্থনে সমাজতন্ত্রের বিপদজনক দিক তুলে ধরবেন 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ ভেনিজুয়েলার বিরোধী নেতা হোয়েন গুয়াইদোকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখবেন। তিনি সমাজতন্ত্র বা সাম্যবাদের বিপদজনক দিক সম্পর্কে সতর্কবার্তা তুলে ধরবেন। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হোয়ান গুয়াইদোকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প সমাজতন্ত্র বা সাম্যবাদ নিয়ে বক্তব্য রাখবেন। এবং তার প্রশাসন ভেনিজুয়েলার সোশ্যালিস্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সোচ্চার। ফ্লোরিডা রাজ্যের মায়ামির যে এলাকায় ভেনিজুয়েলার অভিবাসী সবচাইতে বেশী সেখানে ঐ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।

প্রতিনিধি পরিষদের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য ইলিয়ট এংগেল গত সপ্তাহে কংগ্রেসের সমনে শুনানির সময় বলেন আইন প্রণেতারা ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সেনা সম্প্রসারণ সমর্থন করবে না। তবে প্রেসিডেন্ট তা নাকচ করে দেন।

XS
SM
MD
LG