অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর ৯ হাজার ৮ শ’ সৈন্য বছরের শেষাবধি ওখানেই মোতায়েন রইবে


আফগান প্রেসিডেন্ট আশরাফ গানী আজ বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষন দেবেন বলে স্থির রয়েছে-এরই মাত্র একদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে,এবং সেখানে তিনি মেনে নিয়েছেন যে,দেশের তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বাকি রয়েছে অনেক কিছুই।

ঐ আলোচনার পর পরই হোয়াইট হাউসের এক যৌথ সংবাদ সম্মেলনে,আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনীর ৯ হাজার ৮ শ’ সৈন্য বছরের শেষাবধি ওখানেই মোতায়েন রইবে বলে ঘোষনা করেন প্রেসিডেন্ট ওবামা।এর আগে কিন্তু তাঁর সিদ্দান্ত ছিলো সংখ্যাটা অর্ধেকে কমিয়ে আনার-এখন ঐ সিদ্ধান্তটাই তিনি বদলিয়ে দিলেন।বললেন-এখনো আফগানিস্তান বিপজ্জনক স্থান—দুর্বৃত্তেরা এখনো সেখানে হামলা চালায়-অসামরিক লোকজনের ওপর এখনো তারা কাপুরুষোচিত আঘাত হানে এখনো।

আফগানিস্তানে যোদ্ধৃ তত্পরতা খতম করেছে যুক্তরাষ্ট্র এখন- এক সময় সেখানে সৈন্য ছিলো যুক্তরাষ্ট্রের এক লক্ষ ৩০ হাজার।আশরাফ গানী যুক্তরাষ্ট্র বাহিনীর প্রত্যাহার কর্মসূচীর কিছু নমনিয়তার অনুরোধ জানান। এখন ওখানটায় সৈন্য যারাই রয়েছে তারা প্রশিক্ষণের কাজে ব্যাপৃত রয়েছে- আফগান সামরিক বাহিনীকে কৌশলগত-পরামর্শ দিয়ে মদত জোগাচ্ছে তারা।

XS
SM
MD
LG