যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান যাত্রীদের সুরক্ষা প্রদানকারী দপ্তরের শীর্ষ পরিদর্শক জানিয়েছেন যে তিনি তাদের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের সক্ষমতা সম্পর্কে গভীর ভাবে উদ্বিগ্ন।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক প্রধান পরিদর্শক জন রথ মঙ্গলবার বলেন যে তাঁর টিম বিমান বন্দরে সিক্রিনিং এর ত্রুটি সহ Transportation Security Administration এর নানান গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা লক্ষ্য করেছ।
সেনেটে স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক কমিটিতে রথের বক্তবের আগে , প্রধান পরিদর্শকের এই রিপোর্ট প্রকাশ করা হয় যেখানে জানানো হয় যে টি এস এ তাদেঁর এমন ৭৩ জন কর্মীকে চিহ্নিত করতে ব্যর্থ হয় যাদের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা রয়েছে এবং বিমান বন্দরের তল্লাশি স্থানগুলোতে ৮৬ শতাংশ পরীক্ষায় বিপজ্জনক দ্রব্য কিংবা নকল অস্ত্র চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।
২০০১ সালের ১১ ই সেপ্টেম্বরের সন্ত্রাসী আক্রমণের পর টিএস এ গঠিত হয়।বিমান যাত্রায় নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক রয়ে গেছে এমন খবর প্রকাশ হওয়ায় যুক্তরাষ্ট্রের জনগণ এবং আইন প্রণেতারা শঙ্কিত হয়েছেন।