অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় এক হামলায় আমেরিকার রাষ্ট্রদূতসহ তিন জন কর্মী নিহত



লিবিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতসহ তিন জনকর্মী নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীতে মংগলবার একদল ক্রুদ্ধ জনতা যুক্তরাষ্ট্রের কন্সুলেটে ঢুকে তাদের হত্যা করে।

আমেরিকার তৈরী একটি চলচ্চিত্রে হযরত মুহাম্মদ (সাঃ)কে ব্যাংগ করা নিয়ে, ক্রুদ্ধ প্রতিবাদকারীরা বেনগাজীতে আমেরিকান কন্সুলেটে আগুন ধরিয়ে দেয়।

গত বিশ বছরে এই প্রথম কোন আমেরিকান রাষ্ট্রদূতকে বিদেশে হত্যা করা হ’লো। যে ক্রিষ্টফার ষ্টিভেন্স পেশায় একজন কূটনীতিক এবং ঐ অঞ্চলে অত্যন্ত অভিজ্ঞ এক দূত ছিলেন।

বুধবার প্রেসিডেন্ট ওবামা এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে, হামলাকারীদের খুঁজে বার করার শপথ ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বলেন আমরা লিবিয়া সরকারের সংগে একযোগে হত্যাকারীদের বিচার করব।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন কিছুক্ষণ আগে জানিয়েছেন যে লিবিয়ার মানুষ যুক্তরাষ্ট্রের কিছু কূটনীতিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস ষ্টিভেন্সের দেহ হাসপাতালে নিয়ে গিয়েছে।
XS
SM
MD
LG