অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য আমেরিকা ও মেক্সিকোর জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২০০ কোটি ডলার সহায়তার ঘোষণা 



মেক্সিকোর তাপাচুলাতে কমিশন ফর রেফিউজি এইড অফিসে বাবা ও মা কাগজপত্র জমা দেয়ার সময় শিশুরা অপেক্ষা করছে, ফাইল ছবি, ২৬শে এপ্রিল ২০১৯/এপি
মেক্সিকোর তাপাচুলাতে কমিশন ফর রেফিউজি এইড অফিসে বাবা ও মা কাগজপত্র জমা দেয়ার সময় শিশুরা অপেক্ষা করছে, ফাইল ছবি, ২৬শে এপ্রিল ২০১৯/এপি

যুক্তরাষ্ট্র শুক্রবার মেক্সিকো ও মধ্য আমেরিকার জন্য মানবিক সহায়তা বাবদ অতিরিক্ত ২ কোটি ডলার দেবার কথা ঘোষণা করেছেI পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় এই সহায়তা মধ্য আমেরিকা ও মেক্সিকোর প্রায় ৭ লক্ষ রাজনৈতিক আশ্রয় প্রার্থী, শরণার্থী এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জরুরি মানবিক চাহিদা মেটাতে সক্ষম হবেI

পররাষ্ট্র দপ্তর জানায় এই অর্থ বিশেষত আশ্রয়, স্বাস্থ্য পরিষেবা, আইনি সহায়তা মানসিক স্বাস্থ্য পরিষেবা খাতে দেয়া হবেI

যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকা ও মেক্সিকোতে সহায়তা বাবদ ২০২১ সালের অর্থ বছরে ৩ কোটি ৩১ লক্ষ ডলারের অধিক প্রদান করেছে, “যার ফলে যুক্তরাষ্ট্র এখন মধ্য আমেরিকা ও মেক্সিকোর রাজনৈতিক আশ্রয়প্রার্থী, শরণার্থীও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের মানবিক সহায়তার ক্ষেত্রে একক সর্ববৃহৎ দাতা দেশ”।

এই সহায়তা এমন সময়ে আসে যখন বাইডেন প্রশাসন ঘোষণা করেছিল যে তারা আদালতের রায় মানবে এবং নভেম্বরের মাঝামাঝি সেই অভিবাসন কর্মসূচি আবার শুরু করবে। সাধারণত এই কর্মসূচিকে"মেক্সিকোতে থাকুন" নামের নীতি বলে উল্লেখ করা হয়, যা শুরু করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এই কর্মসূচি অনুযায়ী যতদিন না যুক্তরাষ্ট্রের আদালতে শুনানি হচ্ছে ততোদিন রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতে থাকতে হবেI

জুন মাসে প্রেসিডেন্ট বাইডেন সেই কর্মসূচি প্রত্যাহার করে নেন যাকে আনুষ্ঠানিক ভাবে মাইগ্রেন্ট প্রোটেকশান প্রটোকল বলা হতো। তবে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় আদালত প্রশাসনের প্রত্যাহার করা প্রাক্তন MPP কর্মসূচি বাতিলকরণের বিরুদ্ধে রায় দেয়I

প্রেসিডেন্ট বাইডেন এখন কর্মসূচিটি প্রত্যাহার করার এক বিকল্প প্রয়াস চালাচ্ছেনI পররাষ্ট্র দপ্তর জানায় এই অর্থ এখন আশ্রয়, স্বাস্থ্য পরিষেবা, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্য পরিষেবার জন্য দেয়া হবেI

XS
SM
MD
LG