প্রেসিডেন্ট ওবামা দক্ষিন পুর্ব এশিয়ার অন্তর্গত দেশসমুহের সংস্থা আসিয়ানভুক্ত দশ দেশের নেতৃবর্গকে আমন্ত্রণ জানালেন গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রৌদ্রস্নাত রাঞ্চো মিরায এলাকায়।বাইরে তখন প্রতিবাদীদের কণ্ঠে সোচ্চার হ’চ্ছিলো আলোচ্য সূচীতে মানবাধিকারের প্রশ্নটিকে সর্বোচ্চে স্থান দেবার দাবীতে।আসিয়ান নেতাদের সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলতে আয়োজিত দু’দিনের সমাবেশের উদ্বোধনীতে প্রেসিডেন্ট ওবামা উপস্থিত আমন্ত্রিতদের উদ্দেশ করে বলেন-তাঁর প্রশাসন,এশিয়া ও প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলকে নিয়ে পররাষ্ট্র নীতিতে ভারসাম্য পুন:স্থাপন সম্পন্ন করেছেন।বলেন – আর সেটা করতে দক্ষিন পুর্ব এশিয়া অন্তর্গত দেশসমুহের সংস্থা আসিয়ানের সঙ্গে দেন দরবার-লেন দেনের বিষয়াদি শামিল করা হয়েছে, ঐ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা এবং আঞ্চলিক বিলি ব্যবস্থার জন্যে যা কিনা অতীব গুরুত্বপুর্ন- যেখানে,সকল দেশকেই একই নিয়মরিতির অনুসারী হতে হবে।বলেন- আমাদের এই সপ্তম সমাবেশে,এই যে আমি আসিয়ানের দশটি দেশের সব কটির নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে স্বাগত: জানাতে পারছি,এতে আমি যারপরনাই প্রীত।আপনাদেরই আমন্ত্রণে যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়াদি আলোচনার লক্ষে আয়োজিত পুর্ব এশিয় শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলো।
ক্যালিফোর্নিয়ার সমাবেশ চলাকালে বাইরে ক্যাম্বোডিয়ার অনেকে প্রতিবাদ জানাচ্ছিলেন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে, ৩০ বছর যাবত যিনি কিনা রাজনীতিকে নিজ দখলে কব্জা করে রেখেছেন।থাই বংশোদ্ভব এ্যামেরিকান নাগরীকরাও প্রতিবাদ জানান দু’ হাজার চোদ্দ সালের অভ্যুত্থানের পর যিনি কিনা ক্ষমতা দখল করেন সেই থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার বিরোধিতায়।