অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর প্রথম এশিয়া সফর


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস শুক্রবার টোকিয় সফর করেন। তিনি বললেন, জাপানের পাশে আমেরিকা ১শ ভাগ---কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। পেন্টাগনের প্রধান হিসাবে ঐ অঞ্চলে মাটিসে এটাই প্রথম সফর। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সংগে বৈঠকের সময় তিনি ঐ মন্তব্য করেন। শুক্রবার দিনের প্রথম ভাগে দক্ষিণ কোরিয়া সফর কালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাষ্ট্রের যে কোনো মিত্র দেশের ওপরেউত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনো ধরণের পরমাণু আক্রমণ জবাব দেওয়া হবে, বলিষ্ঠ এবং ব্যাপক ভাবে।
এশিয়ার দুটি দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের মধ্য দিয়ে ওয়াশিংটনের সংগে যে মৈত্রীর-স্থায়ী সম্পর্ক রয়েছে তা আরও একবার নিশ্চিত করলেন তিনি। আমেরিকার নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাপান এবং দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ার করে ছিলেন যে, যদি তারা সামরিক বাহিনীর সমর্থনে বেশি অর্থ প্রদান না করে থাকে তাহ’লে সেখান থেকে আমেরিকান সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ায় সাড়ে ২৮ হাজার এবং জাপানে ৪৭ হাজার আমেরিকান সেনা মোতায়েন আছে।

XS
SM
MD
LG