অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া সফরের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এখন জাপানে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন তিন দিনের এশিয়া সফরের প্রথম পর্যায়ে এখন জাপানে রয়েছেন। তিনি এই এশিয়া সফরের সময়ে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র হুমকির মোকাবিলার উপায় নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন এবং তাদেরকে এ ব্যাপারে নিশ্চয়তা দেবেন।

তবে প্রথা অনুযায়ী যেমনটি সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রীর সফরের সময়ে তাঁর সঙ্গে থাকেন, এবার জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠকের সময়ে তাঁর সঙ্গে কোন সাংবাদিক থাকছেন না।

তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার প্রতিবেদকদের এক প্রশ্নের জবাবে তাদের আশ্বস্ত করেন যে, মোটের উপর টিলারসন তাদের নাগালের মধ্যেই থাকবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ১৭ জন সাংবাদিকসহ ২৩ জন সাংবাদিক মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে থাকবেন।

XS
SM
MD
LG