বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুইটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলাদা ভাবে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধিদলের একটিকে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়কআন্ডার সেক্রেটারি সারাহ সেওয়ালএবং অপরটির নেতৃত্ব দিয়েছেন হোমল্যান্ড সিকুরিটি বিভাগের এসিসট্যাঁন্ত সেক্রেটারি এলান বারসিন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে বাংলাদেশের কোন গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। এখানে যারা আছে তারা স্থানীয় বলে তিনি দাবী করেন ।
আসাদুজ্জমান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার ৩০ জন বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ফেরত
পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রদুতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয় বৈঠকে বিভিন্ন বিষয় যেমন জননিরাপত্তা, মানবাধিকার, উগ্রবাদ দমন, আইনের প্রয়োগ, বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর আলোচনা হয়েছে।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।