অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ: যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের প্রতিবেদন


Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh
Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন ২০১৭ তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আইন শৃংখলা রক্ষাবাহিনী দ্বারা হত্যা নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার খুবই সীমিত ব্যবস্থা নিয়েছে বলেউল্লেখ করা হয়,প্রতিবেদনে পুলিশসহ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর উপরে জনআস্থা ও বিশ্বাস হ্রাস পেয়েছে বলে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে তবে তাদের শরণার্থীর মর্যাদা, চলাফেরার স্বাধীনতাও কর্মসংস্থানের সুযোগ দেয়া হয়নি।ক্যাম্পগুলো আন্তর্জাতিক মানের অনেক নীচে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের যে সব বিষয় রয়েছে তার মধ্যে - সরকারী নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহিভর্‚ত হত্যাকান্ড,নির্যাতন, বেআইনি আটক ও গুমের ঘটনা ঘটেছে মতপ্রকাশ, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং এনজিওর কর্মকান্ডের স্বাধীনতা খর্ব করা, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে খুবই সীমিত সুযোগ দেয়ার মাধ্যমে মানবাধিকার লংঘিত হচ্ছে বলেপ্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে মানবাধিকার লংঘনের নানা ঘটনাবলী ঘটানো সত্ত্বেও নিরাপত্তা বাহিনীসমূহকে ব্যাপকমাত্রায় দায়মুক্তি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে । ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

XS
SM
MD
LG