নির্বাচনের আগে চূড়ান্ত দিনগুলোতে হিলারি ক্লিন্টন এবং ডনাল্ড ট্রাম্প-এর মধ্যে জনমত জরিপে ব্যাবধান কমে আসার পাশাপাশি তারা নিজ নিজ সমর্থন বাড়ানোর লক্ষ্যে আরো সরাসরি বক্তব্য রাখছেন।
ক্লিন্টন ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্পের সমালোচনায় সবার মনোযোগ বাড়ানোর চেষ্টা করেন। গত কয়েকদিন ধরে তিনি এফ বি আই-য়ের সমালোচনা করেছেন, কারণ এফ বি আই তার ই মেইলের তদন্ত আবার খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ক্লিন্টন ট্রাম্পের নাম সরাসরি উচ্চারণ না করে উল্লেখ করেন, তিনি নিশ্চই মহিলাদের অপমান করে, আক্রমণ করে, খাটো করে প্রচুর সময় ব্যয় করছেন।
ক্লিন্টনকে মঙ্গলবার রাতের ঐ সমাবেশে পরিচয় করিয়ে দেন সাবেক বিশ্বসুন্দরী অ্যালিসিয়া মাচাডো।