অ্যাকসেসিবিলিটি লিংক

এফবিআই পরিচালক বলেছেন হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করে কোনো অপরাধ করেননি


A combination photo shows U.S. Republican presidential nominee Donald Trump (L) at a campaign event, Oct. 26, 2016 and U.S. Democratic presidential candidate Hillary Clinton during a campaign rally, Oct. 27, 2016.
A combination photo shows U.S. Republican presidential nominee Donald Trump (L) at a campaign event, Oct. 26, 2016 and U.S. Democratic presidential candidate Hillary Clinton during a campaign rally, Oct. 27, 2016.

এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে বলেছেন হিলারি ক্লিন্টন ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করার মাধ্যমে কোনো অপরাধ করেননি এবং তাদের তদন্তের আগের উপসংহার অপরিবর্তিত আছে। ওদিকে ডেমোক্রাটিক পদপ্রার্থী হিলারি ক্লিন্টান ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প শেষ মুহুর্তের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। যে ভোটাররা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, প্রার্থীরা তাদের সমর্থন আদায় করতে চেষ্টা করছেন এবং সমর্থকদের উৎসাহ দিচ্ছেন যাতে তারা মঙ্গলবার ভোট দিতে যান। বাস্কেট বল খেলোয়াড় লেব্রন জেম্স রবিবার ক্লিন্টানের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে নির্বাচনী প্রচার অভিযানে যোগ দিচ্ছেন। ওহাইও রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেখানে ট্রাম্প এগিয়ে আছেন। হিলারি সেখানে জয়ী হতে চান। হিলারি আজ নিউ হ্যাম্পসার রাজ্যেও যাচ্ছেন। ট্রাম্প আজ সেই সব রাজ্যে যাচ্ছেন যেখানে সাধারণত ভোটাররা ডেমোক্রাটদের জন্য ভোট দিয়ে থাকেন। রিপাবলিকান প্রার্থী আজ যাবেন আইওয়া, মিনেসোটা, মিশিগান, পেনসিলভেনিয়া এবং ভার্জিনিয়া। ট্রাম্প ভোটারদের বলছেন ক্লিন্টান প্রেসিডেন্ট হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার এবং ক্লিন্টান ভোটারদের বলছেন ঐক্য তাদের বলিষ্ঠ করবে।

XS
SM
MD
LG