অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং চীন,উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র কর্মসূচীর অবসান নিশ্চিত করতে দায়বদ্ধতা ব্যক্ত করেছে


যুক্তরাষ্ট্র এবং চীন, উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র কর্মসূচীর অবসান নিশ্চিত করতে দায়বদ্ধতা ব্যক্ত করেছে- তবে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমানবিক পরিক্ষার জবাব, দন্ড বিধান করে না অসম্মতি জ্ঞাপন করে, কিভাবে দেওয়া যায়, সে প্রশ্নে বুধবারের উচ্চ পর্যায়ের আলোচনায় বেযিং ও ওয়াশিংটনের মধ্যে মতদ্বৈধতা দেখা গিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ পাঁচ ঘন্টারও বেশি সময় যাবত আলোচনায় মিলিত হন চীনের রাজধানীতে- নির্ধারিত সময়ের চেয়ে যেটা ছিলো অনেক বেশি।পরে, চীনের কর্মকর্তা জানান-পিয়ংইয়াংয়ের পারমানবিক কর্মসূচীর বিরোধিতায় আনীত জাতিসংঘের নতুন প্রস্তাবের প্রতি তাঁর দেশ সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে,তবে, এ বাবদে নির্দিষ্ট দন্ড বিধান কি হওয়া দরকার,সে ব্যাপারে কোনো আলোচনায় যেতে রাজি হননি তিনি।তবে বলেছেন-উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ব্যবস্থার কারণে নতুন কোনো উত্তেজনা যেন চারিয়ে না ওঠে।কেরী বলেন- জাতিসংঘের তরফের কড়া একটা প্রস্তাবের প্রশ্নে সর্ব সম্মত ঐকমত্যের প্রয়োজন রয়েছে।

দু’ই পররাষ্ট্রমন্ত্রী এও বলেন- তাঁরা দক্ষিন চীন সাগর কেন্দ্রীক আঞ্চলিক বিরোধ নিয়েও কথা বলেছেন কিন্তু ঐ বিষয়ে উত্তেজনা হ্রাসের লক্ষে কোনো ঐকমত্যের কোনো উল্লেখ তাঁরা করেন নি।

চীনে অবস্থানকালে কেরী চীনের প্রেসিডেন্ট এবং অন্যান্য সরকারী কর্তাব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎকার বৈঠকে মিলিত হবেন।

XS
SM
MD
LG