অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন


চীন জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে তাহলে তারাও এই সিদ্ধান্তের পাল্টা জবাব দেবে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয় পাঁচ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীন প্রযুক্তি হস্তান্তর, মেধা সম্পদ ও উদ্ভাবনের বিষয়ে যে ধরনের কার্যক্রম গ্রহন করে থাকে তার কারণেই এই শুল্ক আরোপ প্রস্তাব করা হয়।চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র Hua Chunying ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।তিনি বলেন ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। Hua বলেন বেইজিং বাণিজ্যিক যুদ্ধ নিয়ে একেবারেই চিন্তিত নয় বরং শুল্ক আরোপ করা হলে তারা বাধ্য হবে পাল্টা ব্যবস্থা গ্রহন করতে। ওয়াইট হাউস জানিয়েছে আমদানিকৃত পণ্যের চূড়ান্ত তালিকা ১৫ জুন ঘোষণা করা হবে এবং এর পর পরই শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

XS
SM
MD
LG