অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কোচ ইরান ও আমেরিকান দলের মনোভাবের প্রশংসা করলেন


সাতাইমা স্টেডিয়ামে খেলা শেষে আলাপরত ইরানের জামশেদজি জাফরবাদী ও যুক্তরাষ্ট্রের জাভালে ম্যাকগি ২৮শে জুলাই, ২০২১- এপি
সাতাইমা স্টেডিয়ামে খেলা শেষে আলাপরত ইরানের জামশেদজি জাফরবাদী ও যুক্তরাষ্ট্রের জাভালে ম্যাকগি ২৮শে জুলাই, ২০২১- এপি

যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দলের কোচ গ্রেগ পোপোভিচ বুধবার অলিম্পিক ম্যাচে তার দল এবং প্রতিপক্ষ ইরানের খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেনI তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যে ভেদাভেদের ঊর্ধে ওঠা সম্ভব, তাই দেখা গেল।

সাইতামা সুপার এরেনাতে দুটি দেশের জাতীয় সংগীত বাজানোর পর খেলোয়াড়রা অভিনন্দন জানান এবং মুষ্টি মেলান এবং খেলার পরে করমর্দন করেনI খেলায় যুক্তরাষ্ট্র ১২০-৬৬ সেটে জয়লাভ করলেও, কোচ পোপোভিচ বলেন, অত্যন্ত পরিশ্রমী একটি ইরানি দলের বিরুদ্ধে তাঁর দল জিতেছেI

দুই দেশের বৈরিতার ইতিহাসের প্রেক্ষাপটে অলিম্পিকে তাদের মুখোমুখি হবার তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পোপোভিচ বলেন, মানুষ জাতীয় রাষ্ট্রনীতির ভেদাভেদকে খেলার বাইরে রাখতে সমর্থI

XS
SM
MD
LG