অ্যাকসেসিবিলিটি লিংক

তেলের ট্যাঙ্কারের সঙ্গে আমেরিকান রণতরীর সংঘর্ষ, ১০জন আমেরিকান নাবিক নিখোঁজ, সাময়িক ভাবে তৎপরতা বন্ধ


যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্ব ব্যাপী অবিলম্বে “অপরেশনাল পস” অর্থাৎ সাময়িক ভাবে তৎপরতা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এর আগে মালাক্কা প্রণালীর কাছে সিঙ্গাপুরের পূর্বে একটি জাহাজের সঙ্গে, যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জন এস ম্যাককেইনের ধাক্কা লাগে এবং তাতে ৫জন আমেরিকান নাবিক আহত হন এবং ১০জন নাবিক নিখোঁজ হন।

সোমবার খুব ভোরে, আমেরিকান সপ্তম নৌবহর থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ৬টা ২০তে লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকার আলনিক এমসির সঙ্গে আমেরিকান রণতরীর সংঘর্ষ হয়। রণতরী ম্যাককেইন সিঙ্গাপুরে যাচ্ছিল যখন ওই ঘটনা ঘটে।

ম্যাককেইন যুদ্ধ জাহাজের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু কয়েক ঘন্টা পরে রণতরীটি সিঙ্গাপুরের চাঙ্গি নৌ ঘাঁটিতে গিয়ে পৌছোয়।

সিঙ্গাপুরের নৌ ও বন্দর কর্তৃপক্ষ বলেছে আলনিকেরও ক্ষতি হয় কিন্তু তাদের ক্রুর সদস্যদের কেউ আহত হয়নি।

XS
SM
MD
LG