উত্তর কোরিয়া সফলভাবে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। বিশ্বব্যাপী সরকার প্রধানরা এর ব্যাপক নিন্দা জানিয়েছে। আমেরিকা এই রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে বলছে এই পদক্ষেপ অত্যন্ত উষ্কানীমুলক যা ঐ অঞ্চলের নিরাপত্তার প্রতি হুমকী স্বরুপ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার জানিয়েছে তিনটি স্তরে বিভক্ত এই রকেটটি পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে।
আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপানসহ অন্যন্য দেশও এর নিন্দা জানিয়ে বলছে উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা হিসেবেই তারা দেখছে। দেশগুলো বলছে উপগ্রহ স্থাপনের ছলে বেলেষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আড়াল করা হয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ে নিষিদ্ধ।