অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প আর ক্লিন্টান রবিবার রাতে বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন


Aula debat di Washington University, St. Louis, Missouri
Aula debat di Washington University, St. Louis, Missouri

রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রাট হিলারি ক্লিন্টান রবিবার রাতে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন। ওদিকে শীর্ষ স্থানীয় কয়েকজন রিপাবলিকান দাবী জানাচ্ছেন যে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ান। ২০০৫ সালের এক রেকর্ড করা টেপে ট্রাম্পকে মেয়েদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করতে শোনা গেছে।

শনিবার ট্রাম্প বলেছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়াবেন তার কোন সম্ভাবনা নেই। ৮ই নভেম্বর নির্বাচন হবে। ট্রাম্প তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে ক্লিন্টান, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চাইছেন, তিনি আজ বিতর্ক অনুষ্ঠানে তার মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছেন। মিসৌরি রাজ্যের সেইন্ট লুইসে ওই বিতর্ক অনুষ্ঠান হবে।

ইতিমধ্যে ধনকুবের ট্রাম্প যিনি এই প্রথম কোন নির্বাচিত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এই বিতর্কের কথা বলেছেন এটা লোকজনের দৃষ্টি সরিয়ে নেওয়া ছাড়া আর কিছুই নয়।

জনমত সমীক্ষায় ক্লিন্টান ট্রাম্পের চাইতে ৪ পয়েন্ট এগিয়ে আছেন।

XS
SM
MD
LG