যুক্তরাষ্ট্রের ডেমোক্রাটিক পার্টির প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীরা ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আরও আগ্রাসী লড়াইয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা কিভাবে তা করবেন সে বিষয়ে বিশেষ পদক্ষেপের কথা কিছু বলেননি। প্রাথমিক নির্বাচন অভিযানে দলের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে তারা তাদের বক্তব্য রাখেন।
শনিবার আইওয়াতে ওই বিতর্ক অনুষ্ঠান হয়। ফ্রান্সের প্যারিসে, মারাত্মক আক্রমণের এক দিন পর, অনুষ্ঠানের আলোচ্যসূচীতে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি প্রধান্য পায়।
প্যারিস আক্রমণে যে ১২৯ জন নিহত হয় এবং শত শত মানুষ আহত হয় তাদের স্মরণে অনুষ্ঠানের শুরুতেই এক মিনিটের জন্য নিরবতা পালন করা হয।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইসলামিক স্টেটকে নির্মূল করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন তাদের শুধু নিয়ন্তরণে রাখা নয় তাদের পরাজিত করতে হবে।
সেনেটার বার্নি স্যান্ডার্স বলেন তিনি আক্রমণে স্থম্ভিত হন।