অ্যাকসেসিবিলিটি লিংক

আরও ১৩০ জন আমেরিকান সামরিক উপদেষ্টাকে ইরাকের উত্তরাঞ্চলে মোতায়েন


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলছেন যে যুক্তরাষ্ট্রের আরও ১৩০ জন সামরিক উপদেষ্টাদের উত্তর ইরাকে মোতায়েন করা হয়েছে যাতে করে বিদ্রোহী ইসলামি উগ্রপন্থিদের মোকাবিলায় বাগদাদকে ওয়াশিংটন কি ভাবে সাহায্য করতে পারে সে ব্যাপারে তাঁরা মূল্যায়ন করবেন।

ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময়ে হেগেল জোর দিয়েই বলেন যে এই আন্তবাহিনীর ভূমিকা ইরাকী নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেওয়ার মধ্যেই সীমিত।

তিনি বলেন উত্তরের ইরবিল শহরে এই মোতায়েন আসলে স্থল যোদ্ধৃ অভিযান নয় । তিনি আরও বলেন যে দলটি উত্তরে ইরাকের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করে দেখবে।

এদিকে ব্রাসেলস এ ২৮ সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়ন , ইরাকী কুর্দিদের অস্ত্র সরবরাহের একটি চুক্তির ব্যাপারে একমত হতে পারেনি । এই কুর্দিরা ইসলামি স্টেট নামক গোষ্ঠির বিরুদ্ধে লড়ছে। এ দিকে জাতিসংঘের মহাসচিব বান কী মুন বিশ্বনেতাদের সঙ্গে কন্ঠ মিলিয়ে বলেছেন যে জঙ্গিদের নির্যাতন থেকে পালিয়ে যাওয়া সংখালঘুদের আন্তর্জাতিক ভাবে নিরাপত্তা দেওয়া দরকার। তিনি ঐ গোষ্ঠিটির বর্বর আচরণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

XS
SM
MD
LG