অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ শুরু করেছে


ভূমধ্য সাগরে আমেরিকার নৌবাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের জাহাজ়ে রক্ষিত আধারে যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র আছে তা ধ্বংস করতে শুরু করেছে।

পেন্টাগন বলছে, ৬ ম্যাট্রিকটন রাসায়নিক দ্রব্য ধ্বংস করতে সময় লাগবে অন্তত ২ মাস। ঐ সব পদার্থের মধ্যে রয়েছে মাষ্টার্ড গ্যাস এবং সেরিন স্নায়ু গ্যাস তৈরীর মৌলিক উপাদান সমূহ।

কেপ রে নামের জাহাজটিতে রয়েছে হাইড়্রোলাইসিস পদ্ধতি যা পানি এবং সোডিয়াম হাইড্রোওক্সাইডের মিশ্রন, যা ঐসব রাসায়নিক অস্ত্র বা উপাদানকে একটা নিরাপদ পর্যায়ে নিয়ে আসবে এবং পরে সেসব নির্ধারিত জায়গায় নিয়ে ফেলা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন যে ঐ জাহাজটি এখন আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে।

রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে ঐসব পদার্থ পরিবেশের জন্য গুরুতর ধরনের হুমকী সৃষ্টি না করে। পদার্থগুলোকে প্রক্রিয়াজাত করার পর, তা চুড়ান্ত ভাবে ফেলা হবে ফিনল্যান্ড এবং জার্মানীতে।

XS
SM
MD
LG