অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের সংকট পরিস্থিতিতে আরব উপদ্বীপ অঞ্চলে সন্ত্রাস বিরোধী ততপরতা ব্যাহত হচ্ছে


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এষ্টন কার্টার বুধবার জানিয়েছেন যে ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সরকারপন্থী সেনাদের মধ্যে অঞ্চল পূণঃদখলের চেষ্টায় যে লড়াই চলছে তার ফলে ইয়েমেনে আল-কাইদা শাখা এর সুযোগ নিচ্ছে। দেশের সাবেক নেতাকে ২০১২ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

জাপান সফরের সময় মিঃ কার্টার সাংবাদিকদের বলেন, ইয়েমেনের সংকট পরিস্থিতির কারনে আরব উপদ্বীপ অঞ্চলে আলকাইদা বিরোধী যুক্তরাষ্ট্রের অভিযান আরো দুরুহ হয়ে পড়ছে এবং এই ধরণের অভিযান চালানো সহজ হয় যদি একটি দেশে স্থিতিশীল সরকার থাকে।

XS
SM
MD
LG