যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে মিশরের সঙ্গে সন্ত্রাস মোকাবিলার ব্যাপারে সহযোগিতা বাড়ছে এবং এ বছরের গোড়ার দিকে অধিকার বিষয়ক উদ্বেগের কারণে মিশরে কিছু সামরিক সাহায্য প্রদান বন্ধ করে দেওয়া সত্বেও যুক্তরাষ্ট্র কায়রো সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ।
ম্যটিস চারটি দেশে তাঁর সফরের প্রথম পর্যায়ে মিশরের রাজধানী কায়রোতে এই মন্তব্য করলেন । তিনি এর পর জর্দার , কুয়েত এবং পাকিস্তান সফর করবেন।
কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের ইরাক এবং সিরিয়ায় তাদের স্বঘোষিত খেলাফত থেকে বিতাড়নের পর , যুক্তরাষ্ট্রের সামিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যে নজর দিচ্ছে।
এই সফরের একটা প্রধান দিক হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে জঙ্গি গোষ্ঠিগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার , জঙ্গিদের সঙ্গে সেই সম্পর্কের অবসান ঘটাতে পাকিস্তানকে চাপ দেওয়া। ঐ গোষ্ঠিগুলো আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে।
ম্যাটিস সংবাদদাতাদের বলেন যে পাকিস্তানের নেতাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা সন্ত্রাসবাদ সমর্থন করে না । সুতরাং আমি আশা করছি যে তাদের নীতিমালায় ও সেই ধরণের কাজ প্রতিফলিত হবে।