যুক্তরাষ্ট্রে নির্বাচন হতে এখনও দু মাস বাকি। কিন্তু কিছু রাজ্যে ভোটাররা এ মাসেই ভোট দিতে পারবেন, যদিও প্রধান দুই প্রার্থীর মধ্যে এখনও প্রথম বিতর্ক অনুষ্ঠান হয়নি।
দেশের ৫০টি রাজ্যের মধ্যে দুই তৃতীয়াংশ রাজ্যে ৮ই নভেম্বারের আগে জনগন ভোট দিতে পারবে। এবং সব রাজ্যেই কেউ যদি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে না পারেন তারা ডাক মারফত আগেই থেকেই ভোট দেওয়ার ব্যবস্থা আছে।
ডেমোক্রাটিক দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান এবং রিপাবলিকান দলের মনোনিত প্রার্থী ধনকুবের ডনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠান হবে ২৬ সেপ্টেম্বার। এর তিন দিন আগে ২৩ সেপ্টেম্বার থেকে কিছু রাজ্যে লোকজন ভোট দিতে পারবে। তবে যে সব রাজ্যে আগে থেকে ভোট দেওয়া যাবে সেগুলোর মধ্যে অধিকাংশ রাজ্যে দুই থেকে তিন সপ্তাহ আগে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
ট্রাম্প এবং ক্লিন্টান আজ সোমবার শ্রম দিবসে সমাবেশ করছেন।