অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিন্টন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার অভিযান শুরু করলেন


যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারী ক্লিন্টন আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছেন। আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এসপ্তাহে তিনি প্রধান প্রইমারি এবং ককাস রাজ্যগুলোতে তার প্রচার অভিযান শুরু করেছেন।

ওদিকে রিপাবলিকান দলের আরেক প্রার্থী সেনেটর মার্কো রুবিও হোয়াইট হাউস জয়ের প্রতিযোগীতা আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন।

মিস ক্লিন্টন মঙ্গলবার থেকে আইওয়ায় প্রথম আনুষ্টানিক প্রচার অভিযান শুরু করছেন। সেখানে যাওয়ার পথে তিনি নিউ ইয়োর্ক এবং পেনসাল্ভানিয়ায় গাড়ির গ্যাস নেওয়ার সময় অনেকের সংগে করমর্দন করেন।

২০০৮ সালে প্রথম মিস ক্লিন্টন ডেমোক্রেটিক দলের পক্ষে নির্বাচনে অংশনেন। তিনি প্রাইমারিতে মিঃ ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরা যান।

XS
SM
MD
LG