অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারীর পক্ষে ভোটার সমর্থন ৪৮ আর ট্রাম্পর পক্ষে ৪৫


মঙ্গলবারের প্রাইমারী নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে কেনতাকী রাজ্যে সামান্য ব্যাবধানে জিতেছেন হিলারী ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স জিতেছেন অরেগন রাজ্যে। আর আরেগন রাজ্যে সহজেই জয় পেযেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।

কয়লা উৎপাদনকারী রাজ্য কেনতাকীতে ২ হাজার ভোটে জিতেছেন হিলারী ক্লিনটন। এ যাবৎকালের প্রাইমারী এবং ডেলিগেট সমর্থনের ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন ৭ই জুন ৬টি রাজ্যের প্রাইমারীর পর জুলাই মাসে অনুষ্ঠিতব্য ডেমোক্রটিক দলের জাতীয় কনভেনশনে হিলারী ক্লিনটকে দল থেকে আনুষ্ঠানিক মনোনয়োন দেয়া হবে।

এনবিসির সর্বশেষ জাতিয় নির্বাচনী জরিপের ফলাফলে বলা হয় হিলারী ক্লিনটন সামান্য ব্যাবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে। হিলারীর পক্ষে ভোটার সমর্থন ৪৮ আর ট্রাম্পর পক্ষে ৪৫।

XS
SM
MD
LG