অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দার হুঁশিয়ারি: নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ


যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা গত সপ্তাহে আইন প্রণেতাদের গোপন এক সতর্কীকরণ নোটিশের মাধ্যমে হুঁশিয়ার করেছেন যে রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এর পরপরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে অপসারণ করেন।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প রেগে যান এবং তিনি অভিযোগ করেন যে কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে এই তথ্য ব্যবহার করবেন। পরের দিন প্রেসিডেন্ট জাতীয় গোয়েন্দা বিভাগের বিদায়ী পরিচালক জোসেফ মাগুয়ারকে ওভাল অফিসে ডেকে পাঠান এবং তাকে ঐ পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

টাইমস পত্রিকার মতে প্রেসিডেন্ট তাকেতীব্র ভর্ত্সনা করেন। টাইমস বলেছে যে গোয়েন্দা কর্মকর্তারা ১৩ই ফেব্রুয়ারী প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির আইনজীবীদের কাছে এক রুদ্ধদ্বার বৈঠকে এই তথ্য দিয়েছেন।

XS
SM
MD
LG