অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক জ্বালানি আমদানি আটকানোর পরিকল্পনা মঞ্জুর করার সুপারিশ


ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্বালানি নিয়ন্ত্রকদের রাশিয়া ও চীন থেকে পারমাণবিক জ্বালানি আমদানি আটকানোর সক্ষমতা এবং দেশীয় খনি থেকে সরকারি ইউরেনিয়াম ভাণ্ডার স্থাপনের জন্য বিস্তারিত পরিকল্পনা মঞ্জুর করার সুপারিশ করেছে। ওয়াশিংটনে ক্রমবর্ধমান উদ্বেগ যে, সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্র পারমাণবিক প্রযুক্তিতে তার বৈশ্বিক নেতৃত্ব হারিয়েছে এবং দেশীয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক ও ইউরেনিয়াম খনিগুলো বিনিয়োগের অভাবে ভুগছে বিধায় এই সুপারিশগুলো করা হয়।

যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ড্যান ব্রোললেট সাংবাদিকদের বলেন, নিউক্লিয়ার ফুয়েল ওয়ার্কিং গ্রুপ থেকে যে রিপোর্ট বেরিয়েছে, তাতে আমাদের মনে হয় এই গোটা ইন্ডাস্ট্রিতে আমেরিকান নেতৃত্বকে শুধু পুনর্জীবিত নয় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার, তার জন্য একটি' রূপরেখা। বিদেশি প্রতিযোগিতার বিরুদ্ধে তাদের সুরক্ষায় দেশীয় ইউরেনিয়াম উৎপাদনের জন্য কোটা চাওয়া যুক্তরাষ্ট্রের দুই ইউরেনিয়াম খনি সংস্থার একটি অনুরোধ নাকচ করে গত জুলাইয়ে ওয়ার্কিং গ্রুপ তৈরি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

XS
SM
MD
LG