অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইউরোপ লিবিয়ার পরস্পরবিরোধী পক্ষগুলোকে একটি শর্তহীন অস্ত্রবিরতিতে রাজী করানোর জন্যে চাপ দিচ্ছে


যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো, লিবিয়ার পরস্পরবিরোধী পক্ষগুলোকে চাপ দিচ্ছে যাতে তারা একটি শর্তহীন অস্ত্রবিরতিতে রাজী হয়। একটি ঐক্য সরকার গঠনের লক্ষ্যে আলজেরিয়াতে তাদের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০১১সালে যখন মোয়ামের গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন তখন থেকে লিবিয়াতে সহিংসতা চলছে। সোমবার ত্রিপোলির মরক্কো দূতাবাসে বাইরে বোমা বিস্ফোরিত হলে, আবারও তা ভয়াবহ আকার ধারণ করে। ঐ বিস্ফোরণে, কেউ হতাহত হয়নি, অবশ্য কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে কয়েক ঘন্টা আগে, কয়েকজন বন্দুকধারী দক্ষিণ কোরিয়ার দূতাবাস এলাকায় গোলাগুলি চালায়। ঐ হামলায় লিবিয়ার দুজন নিরাপত্তা কর্মী মারা গেছে, আহত হয়েছে একজন।

ঐ দুটি হামলারই দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গীদল।

XS
SM
MD
LG