অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য আমেরিকা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে লোকজন আসা কমেছে


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরাটি বা স্বরাষ্ট্র সুরক্ষা বিষয়ক মন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে এখন অনেক কম লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে।

গত বছর কোন অভিভাবক ছাড়াই বিরাট সংখ্যায় শিশুরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তবে মন্ত্রী জে জনসন শুক্রবার জানান যে এই ব্যাপারে কড়াকড়ি করার কারণে অবৈধ ভাবে এ দেশে শিশু প্রবেশের সংখ্যা ৪৫ শতাংশ কমে গেছে।

জনসন বলেন যে সীমান্ত এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে এক লক্ষ একান্ন হাজার আট শ পাঁচজনকে আটক করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে আগের বছরের তুলনায় অবৈধ ভাবে প্রবেশ ৬০ হাজার কমে গেছে, যা কীনা প্রায় ২৮ শতাংশ। এই সংখ্যার মধ্যে রয়েছে অভিভাবকহীন শিশু , পরিবারের শিশুরা এবং প্রাপ্তবয়স্ক লোক।

জনসন বলেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতি সম্পর্কে সম্ভাব্য ভুল তথ্য দূর করার জন্য যুক্তরাষ্ট্র সরকার মেক্সিকো এবং মধ্য আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছে। তিনি বলেন এ ব্যাপারে গোটা মধ্য আমেরিকায় বাস স্টপগুলোতে প্রয়োজনীয় তথ্য টানিয়ে দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG