অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আগামি সপ্তায় আলোচনা:যুক্তরাষ্ট্রের আশা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে সিরিয়ায় যুদ্ধ শেষ করার ব্যাপারে আগামি সপ্তায় আলোচনা হবে। প্যারিসে জাতিসংঘের মহাসচিব বান কী মুনের সঙ্গে বৈঠকের পর , কেরি বলেন যে নিউ ইয়র্কে ১৮ই ডিসেম্বর যে আলোচনা হবার কথা তা নির্ভর করছে আসছে সপ্তাগুলোর ঘটনাপ্রবাহের উপর , যার মধ্যে রয়েছে সৌদি আরবের নের্তৃত্বে সিরীয় বিরোধীদলগুলোর একটি সম্মেলন ।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং আই এস জঙ্গি উভয়ের বিরোধী সিরিয়ার গোষ্ঠিগুলোকে একত্রিত করার ক্ষেত্রে সৌদি আরব নের্তৃত্ব দিচ্ছে।

গত মাসে ভিয়েনায় সিরিয়া সম্পর্কিত আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান এবং জাতিসংঘে প্রতিনিধিসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা , রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করেন। যার মধ্যে রয়েছে সিরীয় সরকার এবং বিরোধী গোষ্ঠিগুলোকে পয়লা জানুয়ারীর মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় বসানো।

XS
SM
MD
LG