অ্যাকসেসিবিলিটি লিংক

কাগজপত্রবিহীন অভিবাসি বহিস্কার ঠেকাতে প্রেসিডেন্ট ওবামার প্রচেষ্টা ব্যার্থ হতে চলেছে


সুপ্রিম কোর্টের অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লক্ষ কাগজপত্রবিহীন অভিবাসিকে বহিস্কার না করার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টা ব্যার্থ হতে চলেছে।

কংগ্রেসে সমন্বিত অভিবাসন সংস্কার আইন পাশ না হওযায় প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশের মধ্যে দিয়ে অভিবাসন আইন সংস্কারের মাধ্যমে কাগজপত্রবিহীন অভিবাসিদের বহিস্কার রোধ করার প্রয়াস নিম্ন আদালতে আটকে যায়, যা পরে সুপ্রিম কোর্টে ৪ ৪ ভোটে আটকে যায়।

তিনি এই রায়কে হৃদয় বিদারক আখ্যা দেন; বিশেষ করে সেইসব অভিবাসির জন্যে যারা বৈধ কাগজপত্র পাওয়ার স্বপ্ন দেখছিলেন। তেব যারা যুক্তরাস্ট্রের আইন মেনে চলছেন তাদেরকে বহিস্কার করার জন্য চাপ দেয়া হবে না।

ওবামা প্রশাসনের অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে টেক্সাসসহ ২৫টি রাজ্য থেকে মামলা করা হয়। বলা হয় ঐ পরিকল্পনা ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে তা অসাংবিধানিক।

XS
SM
MD
LG