অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের জনগন ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ২৪০তম বার্ষিকী উদযাপন করছে


Adooleessa 4, Guyyaa Walabummaa Ameerika.
Adooleessa 4, Guyyaa Walabummaa Ameerika.

আজ সোমবার যুক্তরাষ্ট্রের জনগন ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ২৪০তম বার্ষিকী উদযাপন করছে। জাতীয় ছুটির দিনে দেশ ব্যাপী জনগন বনভোজন প্যারেড এবং আতশবাজির সাহায্যে দিনটি উদযাপন করছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে সামরিক পরিবারদের আপ্যায়ন করছেন। খাওয়া দাওয়া ছাড়াও সেখানে শিল্পী কেন্ড্রিক লামার এবং জানেল মোনে সঙ্গিতানুষ্ঠানে অংশ নেবেন। হোয়াইট হাউসের কাছাকাছি জাতীয় মলে যে আতশবাজি প্রদর্শনীর কথা রয়েছে, হোয়াইট হাউসের অতিথিরা সেটাও দেখতে পাবেন।

হোয়াইট হাউসের কাছাকাছি জাতীয় সংরক্ষণাগারে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। টমাস জেফারসনের প্রণীত ওই ঘোষণাপত্র, ১৭৭৬ (সতের শো ছিয়াত্তর) সালের ৪ঠা জুলাই কংগ্রেস অনুমোদন করে।

XS
SM
MD
LG