অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের ভারত সফরঃ  কেম-ছো  আউট নমস্তে ইন


ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির সফরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির মাঝেই কেম-ছো আউট, নমস্তে ইন হ’ল অর্থাৎ গত বছর যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে "হাউডি মোদী" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর তার উত্তরেই "কেম ছো ট্রাম্প" দেওয়ার প্রয়াস থাকলেও সর্ব ভারতী ভাবধারা বজায় রাখার জন্যই অবশেষে এই সফরের নামকরণ করা হল নমস্তে ট্রাম্প। তবে সফরকে ঘিরে বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে নানা স্তরে।

সাধারণত রাষ্ট্রীয় সফর শুরু হয় আমন্ত্রণকারী দেশের রাজধানী শহর থেকে। কিন্তু এবার প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রথমেই গুজরাতের আহমেদাবাদে যাচ্ছেন সে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আহমেদাবাদে থাকবেন মাত্র তিন ঘণ্টা, এর জন্য শহরের শ্রীবৃদ্ধি এবং নিরাপত্তা জোরদার করার জন্য যে বিশাল অংকের অর্থ ব্যয় হচ্ছে তাতে মহাত্মা গান্ধীর আশ্রম পরিদর্শনকে অনেকে একে ‘অ’মহৎ বলে ঠাওরাচ্ছেন। ঐ সফরে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়াদী নিয়ে সাধারণ পর্যায়ে আলোচনা না হলে রাজকীয় এই সফর মানুষের মনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

please wait
Embed

No media source currently available

0:00 0:13:10 0:00


XS
SM
MD
LG